নির্জনে একাকী/ এম এম এইচ মুকুল

বাইরের জানালাটা খোলে, বন্ধও হয়
নিয়তই খোলা থাকে মন জানালার কপাট
অক্ষর নাচে
শব্দতরঙ্গ আসে ভেসে
তোমার নিশ্বাসে জেগে থাকে কবিতার বাতিঘর।
পুঁইয়ের মাচায় রঙ বদলায় কালের ষোড়শী
বেতস লতায় ঠোঁট ঘষে বয়সী মাছরাঙা
হিজলের ছায়া দীর্ঘতর হয়
চন্ডিদাসের ছিপ তবু ভেসে থাকে রজকিনীর মনের পুকুরে।
আমার কবিতা দিনগুণে ছাড়পত্রের অপেক্ষায়
তোমার দৃষ্টির সীমানায় পুস্পবৃষ্টি খেলা করে
আমি তার গন্ধ শুঁকি নির্জনে একাকী।