মেঘ ও নদী II খোন্দকার শাহিদুল হক

মেঘ ও নদীর মাখামাখি
আদ্যিকালের শুরু থেকেই
লোকলজ্জার ভয় ছিল না
প্রেম বলেছে সবাই একেই।

জল পিপাসা কার না থাকে
কার না থাকে মেঘের আশা
দেওয়া-নেওয়ার এমন খেলা
নাম ধরেছে ভালোবাসা।

সাগর-নদী মেঘ-জলাশয়
ত্রিকালব্যাপী জীবনরথে
দেখতে পেলাম চক্ষুমুদে
ছুটছে সবাই একই পথে।

সঙ্গোপনে সঙ্গসুধা
নদীর কাছেই মিলতে পারে
তার উপমার হাত ছানিতে
তাই ছুটে যাই নদীর ধারে।

মন্তব্য করুন