সময়ের মূল্যায়ন/ খায়রুন নেছা

সন্ধ্যা নামে চারিদিকে
যায় ফুরিয়ে বেলা
চল চলে যাই বাড়ির দিকে
ছেড়ে মাঠের খেলা।

মা’য়ে বলবে কোথায় ছিলে
বাবার শাসন কড়া
রাতের বেলা বসতে হবে
স্কুলের যত পড়া।

খেলার সময় খেলতে হবে
পড়ার সময় পড়তে
শিক্ষাগুরু সেটাই বলেন
নিজকে ভালো গড়তে।

মন্তব্য করুন