জলছবি প্রকাশন আগামী বইমেলায় (২০১৯) একটি গল্পগ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করেছে। লেখকদের খরচে বইটি প্রকাশিত হবে। আগ্রহী লেখকদের ২৫ ডিসেম্বরের মধ্যে ইমেইলে লেখা পাঠাতে হবে। কেবলমাত্র মনোনীত লেখাই প্রকাশিত হবে। সম্পাদনা পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
বইটি সম্পাদনা করবেন কবি ও গীতিকার নাসির আহমেদ কাবুল।
বইয়র নাম : অনির্ধারিত। তবে লেখকদের কাছ থেকে প্রাপ্ত গল্পের নাম অনুযায়ী বইটির নামকরণ করা যেতে পারে।
পৃষ্ঠা সংখ্যা : ৮০ (৫ ফর্মা)
প্রচ্ছদ : ৪ রঙ
প্রকাশের তারিখ : বইমেলা, ২০১৯
মোট ১০ জন লেখক যৌথ প্রকাশনায় অংশ নিতে পারবেন।
একজন লেখক ৭ পৃষ্ঠায় এক বা একাধিক গল্প দিতে পারবেন।
গল্পের ধরন : প্রেম ও প্রকৃতি। মুক্তিযুদ্ধের গল্প অগ্রাধিকার দেয়া হবে।
একজন লেথককে ৩ হাজার টাকা প্রকাশনা খরচ দিতে হবে।
আগে যোগাযোগের ভিত্তিতে লেখকরা তালিকাভুক্ত হতে পারবেন।
লেখা পাঠাতে হবে ২৫ ডিসেম্বরের মধ্যে।
একজন লেখক ১০ কপি সৌজন্য সংখ্যা পাবেন।
লেখা পাঠাতে হবে ইমেইলে। ইমেইলে : jalchhabi2015@gmail.com।
সম্পাাদকের ফোন নাম্বার : ০১৮১৭১২৭৮০৭