একটু ভাবুন তো…
একটু ভাবুন।
সুখ আছে কিন্তু দুঃখ নাই
অথবা দুঃখ আছে সুখ নাই।
আলো আছে অন্ধকার নাই,
অন্ধকার আছে কিন্তু আলো নাই।
সত্য আছে মিথ্যা নেই
মিথ্যা আছে সত্য নেই
ন্যায় আছে অন্যায় নেই
অন্যায় আছে ন্যায় নেই।
অন্ধকার আছে বলেই আমাদের
কাছে আলোর অস্তিত্ব
অপূর্ব, সুন্দর, মূল্যবান।
সব কিছুই যেন একটি আর
একটির পরিপূরক।
মিথ্যার সাথে সত্যের লড়াই
ছিল, আছে, থাকবে।
প্রকৃতির এই নিয়ম অস্বীকার
কোরব কি করে!
তবুও আমরা সত্য পিপাসু।
সত্যের গান গাই।
সত্যের জয় হোক
তা-না-হলে কোনো রক্ষা নাই।