বাংলা ভাষার সুপরিচিত কথাসাহিত্যিক শ্রী বুদ্ধদেব গুহ আর নেই! তিনি কোভিড-১৯ পরবর্তী জটিলতা নিয়ে কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের বরাত দিয়ে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআই বলছে, রবিবার মধ্যরাতের কিছু আগে একটি বড় ধরনের ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হওয়ার পর তাঁর মৃত্যু হয়।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫বছর। তিনি দুই কন্যাসহ বহু আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর স্ত্রী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ঋতু গুহমারা যান ২০১১ সালে।
বুদ্ধদেব গুহ ‘মাধুকরী’-সহ বেশ কিছু পাঠকপ্রিয় উপন্যাসের লেখক।
১৯৩৬ সালের ২৯শে জুন কলকাতায় জন্মগ্রহণ করেন মি. গুহ। তাঁর শৈশব কেটেছে বাংলাদেশের বরিশাল ও রংপুরে।
তাঁর শৈশবের নানা অভিজ্ঞতা পরবর্তীতে তাঁর লেখালেখিতে উঠে আসে। তাঁর লেখা উপন্যাস ও ছোটগল্পগুলো ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে।
তিনি আনন্দ পুরস্কার-সহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন।
মাধুকরী ছাড়াও তার পাঠকপ্রিয় উপন্যাসের মধ্যে রয়েছে ‘কোয়েলের কাছে’ ও ‘সবিনয় নিবেদন’।
তাঁর দুটো রচনা ‘বাবা হওয়া’ এবং ‘স্বামী হওয়া’-র ভিত্তি করে তৈরি হয়েছে পুরস্কারজয়ী বাংলা চলচ্চিত্র ‘ডিকশনারি’।
শিশু সাহিত্যিক হিসেবেও তাঁর জনপ্রিয়তা ছিল – তাঁর তৈরি জনপ্রিয় কাল্পনিক চরিত্র ঋজু’দা এবং তার সহযোগী রুদ্র।
বুদ্ধদেব গুহ পেশায় ছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এছাড়া ধ্রুপদী সঙ্গীত ও ছবি আঁকায় দক্ষতা ছিল তার।
গুণী এই লেখকের মৃত্যুতে বাঙালির হৃদয়ে শোকের ছায়া নেমে এসেছে!
আজ আগামী পরিবার তাঁর আত্মার শান্তি কামনা করছি।