শীতের কার্নিসে উঁকি দিয়ে যাচ্ছে
কৃষ্ণচূড়ার রং…
শুকনো পাতায় নূপুরের ধ্বনি,
উদ্বেলিত পলাশের বন,উঠোনের কানন,
সাথে কিশোরীর উচাটন মন!
যেন সব মিশে আছে প্রকৃতির পরম লীলায়…
প্রজাপতির ডানা মেলে মহুয়া প্রহর ওই এলো বুঝি!
তবে আমি ষড়ঋতুর পূজারী,
আমার প্রগাঢ় মমতা যে চলে যায় তার জন্যে…
তাই ঝরা পালক কুড়িয়ে তার পদচিহ্ন খুঁজি।
নিঃসঙ্গ বিহগের নিরবতা ভেদ করে কিংবা
কোনো বিমূর্ত লগ্নকে সঙ্গী করে প্রিয় কবিরা
মেতে আছে হয়ত শব্দের নিপুণ খেলায়।
তাদের স্বপ্ন সাধনায় সমুদ্র মন্থনে
মুঠো ভরবে মুক্তোদানায়।
আমি অপেক্ষায়…অধীর অপেক্ষায়…
কখন হাট হয়ে খুলবে কবির ফটক!
কারণ আমি যে এক দূরন্ত পাঠক।