যে আমাকে মারলো ছুরি
তাকে হাজার সেলাম,
নিরুপম ঘাত-উপহারে
সময় চিনতে পেলাম।
ভালো থাকুক যে আমাকে
নিতুই করে ঘৃণা,
অমিয়রূপ তার সে বিরাগ
তা দি’ বাজাই বীণা।
যে আমাকে সকাল সাঁঝে
চোখের বালিই ভাবে,
তার তরে শুভেচ্ছা সকল
বাস্তবে ও খা’বে।
ইচ্ছেমতো যেজন দিলো
অলীক প্রলেপ সেঁটে,
তার তরে রূপ-মুক্তো খুঁজি
সময় সাগর ঘেঁটে।
যেজন মনোবোধ বোঝেনি
বুঝেছে যা অসার,
তার তরে এই প্রাণের আবেগ
হোক তারই সব প্রসার।
যে আমাকে বুঝেছে ভুল
তাকে ঠিকটি বুঝি,
সুপ্ত মনের আশীষটুকু
তার তরে হররোজই।
যে আমাকে করেছে পর
আমার সে খুব আপন,
ঘৃণার মিনার তুচ্ছ করে
কনক-সময় যাপন।