প্রফেসর জে. আলীর গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন শুক্রবার

হুমায়ুন পরবর্তী সময়ের অত্যন্ত জনপ্রিয় লেখক, কথাসাহিত্যিক, মোটিভেশনাল স্পিকার প্রফেসর জে.আলীর গল্পগ্রন্থ ‘উপেক্ষা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ১০ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকায়। বনানী বুলু ওশান টাওয়ারে অবস্থিত ইউনিভার্সিটি অব স্কলারস এর সম্মেলন কক্ষে অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি আসাদ কাজল, বাংলাদেশ পুলিশের এ.আই.জি মো: জালাল উদ্দিন আহমেদ চৌধুরী এবং বর্তমান সময়ের সফল উদ্যোক্তা জাফর আলম। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন ইউনিভার্সিটি অব স্কলারস-এর প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মামুনুর রাশিদ। আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি উপভোগ করতে উপস্থিত থাকবেন প্রফেসর জে. আলীর স্নেহধন্য বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, প্রফেসর জে.আলী ১৯৭৯ সালের ৩ মার্চ টাঙ্গাইল শহর সংলগ্ন পয়লা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে পড়াশোনা শেষ করে অধ্যাপনা পেশায় যুক্ত হন। ‘লাবনী পয়েন্ট’ লেখকের প্রথম গল্পগ্রন্থ। অধ্যাপনা পেশা হলেও দুর্লভ বই সংগ্রহ এবং লেখালেখিকে তিনি নেশা হিসেবে মানেন। তিনি দেশের পরিচিত একজন মোটিভেশনাল স্পিকার। দেশ-বিদেশে তাঁর অসংখ্য গুণগ্রাহী ইউটিউবের মাধ্যমে মোটিভেশনাল স্পিচ উপভোগ করতে পারেন।

লেখকের জনপ্রিয় বইসমূহের মধ্যে ‘সফলতার প্রথম পাঠ’, ‘কিংবদন্তির নীরব ধন’, ‘চাবুক’, ‘ইদুরের পকেটমানি’ ইত্যাদি উল্লেখযোগ্য।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়

মন্তব্য করুন