বাংলা আমার আকাশ মাটি
বাংলা সোনার চেয়েও খাঁটি
বাংলা ফুলের গন্ধে ভরা
স্বপ্ন কথার আবেগ কাড়া
মনের যতো সুখ দুঃখ
বলতে থাকি অবিরত
আশার আলো নিভে দিলে
নতুন পথের দেখা মেলে
বাংলা আমার কে হয়, কি বলবো?
বাংলা ছাড়া কি করে চলবো?
অন্য ভাষাতো পরের বুলি
ও সব দিয়ে কি করে চলি
বাংলার জন্য ভাইয়েরা দিয়েছে প্রাণ
মনে বাজে কেবলই বাংলার গান।।