আমি কি ভুলিতে পারি।। জাহিদুল যাদু

ইতিহাসের সেই কুখ্যাত উচ্চারণ…
“উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্যা স্টেট
ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান”

মূহুর্তেই রাজপথ প্রকম্পিত……. না,না,না
প্ল্যাকার্ড ব্যাণার ফেস্টুন হাতে; ছাত্র জনতা,
সুতীব্র প্রতিবাদে ভেঙে দিলো ১৪৪ ধারা।

সালাম বরকত রফিক
আসাদ জব্বার শফিক
অকুতোভয় অমর সৈনিক..
সব বাঁধা ঠেলে রক্ত দিলো ঢেলে
সেদিনের সেই বাঁধভাঙা মিছিলে।

“ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়”
পলাশ অশোক শিমুল রক্তিম আভা ছড়ায়।

মায়ের মুখের বুলি,শিল্পীর হাতের তুলি
রক্তাক্ত হলো প্রাণপ্রিয় বাংলা ‘বর্ণগুলি’।

ওরা বুলেট ছুঁড়ে, মিছিলে গাড়ি চালিয়ে দিয়েছিলো
পৈশাচিক উল্লাসে রাজপথে হত্যাযজ্ঞে মেতেছিলো।

নাম না জানা কতো শহীদের মরদেহ
মূহুর্তেই গুম করে নিশ্চিন্ত ভেবেছিলো।

ইতিহাস করেনি ক্ষমা
শহীদের লাল জামা
কবিদের মহানামা…

বরকত সালাম জব্বার
দূর্মর তারুণ্যে সেবার
দিয়ে গেলো কথা, দিলো অজেয় বিশ্বাস
মায়ের ভাষার তরে বুক চিড়া নিঃশ্বাস…

“মোদের গরব মোদের আশা আ-মরি বাংলা ভাষা “

নগ্ন পায়ে আজো হাঁটি শ্রদ্ধাবনত মাথা ঠুঁকি
হাতে ফুল, চোখ অশ্রু-সজল,মুখে মায়ের বুলি।

স্বাধীনচেতা বাঙালি গাইলো প্রাণভরি
“আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়