আমি বায়ান্নর একুশে ফেব্রুয়ারী দেখিনি,
রক্তে রাঙা ভোরের সূর্য দেখেছি।
আমি সালাম, রফিক, বরকতের রক্ত ঝরা
শরীর দেখিনি—
কিন্তু রক্তে ভেজা মাটির গন্ধ পেয়েছি।
আমি বায়ান্নর মুখে কুলুপ আটা ১৪৪ ধারা দেখিনি—-
শোকে মুহ্যমান প্রভাতফেরির মৌন মিছিল দেখেছি।
বায়ান্নর বুক ঝাঝরা করা বুলেটের গর্জন
আমি শুনিনি,
“রাষ্ট্র ভাষা বাংলা চাই” কান ফাটানো তীব্র স্লোগান শুনেছি,
আমি শুনেছি আমার মায়ের কান্না,
বুক ফাটা আর্তনাদ,
আমি ভুলিনি আমার ভাই এর রক্ত,
বাবার দীর্ঘশ্বাস।
আমি বায়ান্নর একুশে ফেব্রুয়ারী দেখিনি,
আমি আজো দেখি ‘আমার ভাই এর রক্তে রাঙানো পুষ্পার্ঘ বেদী।
আমি দেখেছি আমার চেতনায়–
রক্তাক্ত ফেব্রুয়ারী, রক্তে ভেজা শার্ট,
মাটিতে লুটিয়ে পড়া মাতৃভাষা,
সদ্যভুমিষ্ঠ শিশুর তীব্র চিৎকার,
দীপ্ত স্লোগান, আর একটি রক্ত সকাল।
একুশে ফেব্রুয়ারী– আমি কি ভুলিতে পারি!