মদিরা ও বদিরা
সুজনেরা পান করে ক্ষমতার মদিরা
ওঁৎ পেতে থাকে সদা চিহ্নিত বদিরা।
চুপিচুপি ঘুঁটঘুঁটে আঁধারের রাত্রে
একেকটা হয়ে ওঠে জ্যাঁ পল সার্ত্রে!
প্রায়শই এ উহারে ডেকে লয় ডিনারে
বিদেশি প্রভুও থাকে টেবিলের কিনারে।
বিদেশি প্রভুর দেয়া চুলকানী মন্ত্রে
বদিগণ কেঁদে ওঠে–ব্যথা পায় অন্ত্রে!
বদিদের রাত প্রিয়, কখনোই দিন না
কর্মের সংস্থান–‘কিছুমিছু দিন না!’
কিছুমিছু পেতে পেতে জমিয়াছে বিত্ত
বাড়ি-গাড়ি-টাকা কড়ি প্রশমিত চিত্ত।
বদিদের বাড়িঘর অভিজাত এলাকায়
এর থেকে ওর থেকে কাঁচা-পাকা ‘কেলা’ খায়।
কেলা মানে কলা, মানে সুস্বাদু বেনানা
বদিদের চেহারা কি সকলের চেনা না!
নিজেকে বিক্রি করে উঁচু দামে বদিরা
সুজনেরা পান করে ক্ষমতার মদিরা…
সেনাপ্রিয় বদিগণ এঞ্জিও স্বার্থে
পারে সবই ধরতে ও পারে সবই ছাড়তে।
‘এঞ্জিও দেশপ্রেমী’ কী মহান সৃষ্টি
ষড়যন্ত্রের ফাঁদে শকুনের দৃষ্টি।
টকশোর বিনোদনে একেকটা চার্লি
চেহারাটা যেনো ঠিক চিনিহীন বার্লি।
টিভিতে ছবক দিতে মহা পারদর্শী
জল ঘোলা দেখলেই দুই হাতে বড়শি…!
দুদকের তালিকায় বদিদের নাম নেই
সুতরাং ছড়াটার দু’আনাও দাম নেই।
প্রচুর লুব্রিকেট বদিদের লেঞ্জায়
দুদকের কর্তারা বিজি এস্তেঞ্জায়…
২১ সেপ্টেম্বর ২০১৮
জেলখানা নয় মামার বাড়ি
জেলখানাতে আছো তুমি বিধান মেনে সরকারি
নিয়ম মাফিক পাবে সবই যখন যেটা দরকারি।
তোমার চাওয়া ঠিক হবে না শেরাটনের তরকারি!
জেলখানা নয় মামার বাড়ি, চলে না তা আবদারে
ইচ্ছে হলেই যায় না পাওয়া রুই পাঙ্গাশ পাবদা রে…
নরম বালিশ দামি সোফা কিংবা ফোমের বিছানা
জেলখানাতে যায় না পাওয়া, সত্যি এটা, মিছা না।
জেল পেয়েছো শাস্তি স্বরূপ এইটা নিছক গল্প না
কারাগারে একলা থাকার ভোগান্তিটাও অল্প না।
বরাদ্দটা একই হবে, যেই লেভেলেই পড়ো না
জেলখানাতে সবাই সমান কেউ সেখানে বড় না।
কেউ সেখানে রাজা-উজির-ব্যাঘ্র কিংবা ভালুক না
জেলখানাটা জেলখানা গো ওইটা বাবার তালুক না…
১০ সেপ্টেম্বর ২০১৮
হারাধনের ছড়া
আপায় দিছে তাড়াইয়া
পদ-পদবী হারাইয়া–
চৌরাস্তার মোড়ের চিপায় বেকার দু’হাত বাড়াইয়া
ডেইলি থাকি খাড়াইয়া।
ম্যাডাম দিছে ভাগাইয়া
পুরাই কামান দাগাইয়া!
কারণ তারে পিছে থুইয়া জোর কদমে আগাইয়া
পেজগি দিছি লাগাইয়া!
এখন মোদের বাপ ও মা নাই
খোদার কাছে নালিশ জানাই
ভোটারগুলার মুখে রা নাই
জামানতের গ্যারান্টি দ্যাও বিক্রি হবার নুটিস টানাই!
( আমও গেছে ছালাও গেছে
বউ তো গেছেই, শালাও গেছে …)
অটোয়া ০২ সেপ্টেম্বর ২০১৮