এবার বোশেখ রুদ্র ভীষণ, অমানিশা মুছে যাক
এবার বোশেখ দৃঢ় প্রত্যয়ী, মানবতা টিকে থাক!
এবার বোশেখ প্রতিবাদী ঝড়, নেই ভয় বিপদের
এবার বোশেখ স্লোগান-ক্ষুব্ধ, ফাঁসি হোক শ্বাপদের!!
বোশেখ এবার দীপ্ত দারুণ, আলোময়, নেই ভয়
বোশেখ এবার ক্ষিপ্র তরুণ, নির্ভীক, নেবে জয়
বোশেখ এবার শুভবুদ্ধির, নেই তো বিভেদ কোনো
বোশেখ এবার আগুন রাঙানো, রাঙবেই প্রাণ জেনো!
এবার বোশেখ ক্ষোভ-বিদ্রোহ, অন্যায়ে নেই ক্ষমা
এবার বোশেখ লাখো তারুণ্যে, সাহস রেখেছে জমা
বোশেখ এবার রাজপথ জুড়ে, চারুকলা রাশি রাশি
বোশেখ এবার হৃদয় মাঝারে, এ বাংলাকে ভালবাসি!