মন খারাপের রং- বে-নী-আ-স-হ-ক-লা।। মধুবন্তী আইচ

মন খারাপের রং বেগুনী,
মনেরও যে রং বদলায় —
মন তুমি বোঝোনি!

মন খারাপের রং নীল,
পরিযায়ী সুখ-পাখি —
ভেসে যায় গাংচিল।

মন খারাপের রং আকাশি,
কিছু মন খারাপ বেহিসাবী —
কখনও মন বানভাসি।

মন খারাপের রং সবুজ,
মন গেয়ে বেড়ায় একতারাতে —
গহীনে মন বড়ই অবুঝ।

মন খারাপের রং হলদে,
চাওয়া-পাওয়ার জমা-খরচ জীবনপুরের নকশীকাঁথায় —
শোনা হয়না অনেক কথাই মন যা চায় বলতে।

মন খারাপের রং কমলা,
আমাকে মন, মনকে আমি বুঝিয়ে চলি চক্রাকারে —
মনের সাথেই আজীবন একলাটি পথ চলা।

মন খারাপের রং লাল,
মন কখনও শান্ত মুকুর, কখনও ঝড় উথালপাথাল —
বাঙ্ময় নীরবতা বোনে মনের কাব্য চিরকাল।