বুকল্যান্ড লাইব্রেরির প্রথম প্রকাশনা। বইটি সম্পাদনা করেছেন ফারহানা হাসনা তুলি।
পাঠক তৈরির ক্ষেত্রে বুকল্যান্ড লাইব্রেরির কর্মযজ্ঞ সত্যিই বিস্ময়কর। সম্প্রতি অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তারা প্রকাশ করেছে পঞ্চাশে আংলাদেশ : ৫০ লেখকের ভাবনা। এটি একটি স্মারকগ্র ন্থ। দেশের প্রতিথযশা লেখক, কবি ও প্রবন্ধকারদের লেখায় সমৃদ্ধ বইটি সম্পাদনা করেছেন ফারহানা হাসনা তুলি।
বইটি প্রকাশিত হয়েছে বুকল্যান্ড পাবলিকেশন্স। প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। মূল্য ৩৫০ টাকা। বইটির পরিবেশক আলোঘর প্রকাশনা, ই/৭, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা।
বইটির বহুল প্রচার কামনা করছি।
— নাসির আহমেদ কাবুল