পাকিস্তান ক্রিকেট অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছেন, তার দল আন্তর্জাতিক অঙ্গনে যে কোন পর্যায়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে মোকাবেলা করতে প্রস্তুত এবং আসন্ন আইসিসি বিশ্বকাপেও তার কোন ব্যতিক্রম হবে না। বিশ্বকাপ ট্রফির সঙ্গে দুবাই তেকে ইসলামাবাদ পৌঁছে এ কথা বলেন সরফরাজ।
স্থানীয় একটি হোটেলে ট্রফি প্রদর্শনকালে গণমাধ্যমকে সরফরাজ বলেন, ক্রিকেট মাঠে ভারতকে মোকাবেলা করতে পাকিস্তান কখনোই পিছপা হয় না।
তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে খেলতে আমরা সব সময় প্রস্তুত, হোক সেটা দ্বিপাক্ষিক সিরিজ কিংবা বিশ্বকাপ। তবে তারা হয়তো অন্য কিছু ভাবতে পারে। তবে যেহেতু এটা নতুন বিতর্ক সৃষ্টি করতে পারে, তাই এ বিষয়ে আমি বেশি কিছু বলতে পারি না।’
ওল্ড ট্রাফোর্ডে আগামী ১৬ জুন বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান। দলের ভঙ্গুর মিডল অর্ডার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সরফরাজ বলেন, ব্যাটিং লাইনআপ নিয়ে তিনি সন্তুষ্ট।
তিনি বলেন, ‘মিডল অর্ডারে দলের ব্যাটিং অর্ডারের নেতৃত্ব দেবেন বাবর আজম। তাকে সহায়তা দেবেন হারিস সোহেল, হাফিজ এবং শোয়েব মালিক। সেখানে সহায়তাকারী হিসেবে থাকবো আমিও।’ বিশ্বকাপ অংশ গ্রহণকারী সব দলই সক্ষম এবং সব দলকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
সরফরাজ বলেন, ‘সব দলই নিখাদ এবং যে কোন কাউকে হারাতে সক্ষম।’ পাকিস্তান দলের বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা সম্পর্কে আত্মবিশ্বাসী অধিনায়ক বলেন, ‘আশা করছি চ্যাম্পিয়ন হতেই আমরা সেখানে যাব।’
টুর্নামেন্টে দলে অতিরিক্ত দুই-তিনজন অতিরিক্ত খেলোয়াড় রাখা হবে বলেও নিশ্চিত করেন তিনি।
তিনি বলেন, ‘বিশ্বকাপের ১৫ সদস্যের দল ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য আমরা অতিরিক্ত দুই অথবা তিনজন অতিরিক্ত খেলোয়াড় নেব। এটা খেলোয়াড়দের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সহায়ক হবে।’
তিনি ফিটনেস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান উইকেটরক্ষক এ ব্যাটসম্যান। সরফরাজ আরো বলেন, ‘ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়াটা যেকোন খেলোয়াড়ের জন্যই গুরুত্বপূর্ণ। হোক সেটা মোহাম্মদ আমির কিংবা অন্য যে কেউ। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল দলে জায়গা পাবে।’