আত্মাও বেরুতে চায় দেহের খাঁচা থেকে/ হুমায়ুন কবীর

আত্মাও বেরুতে চায় দেহের খাঁচা থেকে।
আজ উচ্চরক্তচাপ,
কাল বহুমূত্র,
পরশু ক্ষীণদৃষ্টি —
চলে যাবার সতর্কবার্তা জানান দেয় সে।

আত্মাও বেরুতে চায় দেহের খাঁচা থেকে।
আজ পিত্তথলি কেটে ফেলা,
কাল একটা বৃক্ক ছেঁটে ফেলা,
পরশু বর্ধিত প্রস্টেটগ্লান্ড ছোট করে ফেলা–
বিদায়ের পূর্বাভাস জানিয়ে যায় সে।

আত্মাও বেরুতে চায় দেহের খাঁচা থেকে।
আজ ছাগিরা গুনাহ,
কাল কাবিরা গুনাহ,
পরশু সত্য অস্বীকার —- শুরু হয়
আত্মার হাপিত্যেশ দেহখাঁচায়।

আত্মাও বেরুতে চায় দেহের খাঁচা থেকে।
একটু একটু করে চলে আসে বহির্গমন পথে।
ঠিকই উড়াল দেয় তার নির্ধারিত কালে—–
না একটু আগে,
না একটু পরে।