একটি নশ্বর রাত/জে এম আজাদ


———————————–

বর্ষচক্রের একটা দিনকে যাপন করবো বলে
কত আয়োজন!
বর্ষচক্রের একটা রাতকে যাপন করবো বলে
কত যে সরিয়েছি অপেক্ষার রাত-নিদ্রা!
চৈত্রের খরায় যখন স্বপ্নমাঠের মাটিতল ফেটে যেতো
জলের অপেক্ষায় থাকতাম ভীষণ!
চাতকের চোখ হয়ে তাকিয়ে থাকতাম
দূরনীলিমার জলকণাহীন বিবশ শুন্যতায়।

শ্রাবণঢল আমাকে খুব একটা টানতো না,
চাইতাম জীবনের যা’কিছু কষ্ট ও জরা
ধুয়ে মুছে নেমে যাক ধলেশ্বরীতে;
শিশিরের শুভ্রকণায় পা ভেজাবো বলে
অপেক্ষায় থাকতাম হৈমন্তী সকালের,
শাসন-বারণহীন সৎ-সংসর্গে থেকেও
ইচ্ছে হতো খুব গৃহত্যাগের!
কিন্তু কোথায় যাবো?
ভাবতাম, এক বৃক্ষভরা রক্তশিমুলের দেখা না পেলে
বুকের ভেতরে পুষে রাখা রক্তজবার সাথে
প্রেম হবে না;
তাই তো সর্বত্রই বয়ে বেড়াতে হতো দ্বৈরথ
উন্মেষ ভাবনার সাথে অনঙ্গ চৈতন্যের।

অবশেষে এলো বর্ষচক্রে আসা সেই রাত,
রাতকামিনীর ঝোপে হারিয়ে যাবার সেই রাত।
বুকের বেটোফেন বাজালো খুব!
সুরের মূর্ছনায় অর্গাজম হলো যাপিত সন্ধ্যার,
মনোপ্রেমি শশকের শরীরী শীৎকার
তোমাকে আমাকে ভাসিয়ে রাখলো
খোলকরতালে।

একটা নশ্বর রাত
ভেসে গেল কালের ভেলায়……..!

রূপনগর ১৩-০৩-২০২১

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান

মন্তব্য করুন