একদিন আমিও বাঁচব/ ইসরাত জাহান

একদিন আমিও বাঁচব
আমিও গভীর রাতে বৃষ্টি স্নানে নিজেকে মাতিয়ে দিবো;
আমিও প্রখর রৌদ্রদগ্ধ হয়ে,
আবার সূর্যের মতো জ্বলতে থাকব।
একদিন আমিও বাঁচব!

দুটো ডাল-ভাত বিনেই ;
দিনের পর দিন ভরা পেটে কাটিয়ে দিবো একদিন;
মাটির মাখো মাখো ঘ্রাণেই-
একদিন আমিও বাঁচব,
নিজেকে বাঁচিয়ে রাখব !

আমিও সবার খোঁজ-খবরবিহীন,
নিজের সাথে নিজের সখা হয়ে যাব।
প্রত্যাশিত মায়ার জাল ছেড়ে,
একটা শুভ্র ক্ষুদ্র পাখি হয়ে থাকব !
একদিন আমিও বাঁচব !

আমিও সন্ধ্যার প্রদীপহীন অশুভ হব না,
নিভু নিভু ঘরে চুপটি করেই শুয়ে থাকব ।

আঁধার নেমে এলে –
একলা একলাই ঘরের বাহিরে,
বন্দী দেওয়ালেই প্রার্থনায় বিরামহীন বছর কাটাব !!

হয়তো, একদিন আমিও খুব করেই বাঁচব!