এসেছে হেমন্ত দিন।।মাহমুদা রিনি

ধানের শীষে পৌঁছে গেছে খবর
আসছে নবান্ন! সোনারং ধরা ফসলের
মাঠে উঠছে ধোয়া!
কাকের চক্ষু ধুসর, ডানায় ভারী নিঃশ্বাস!
শিশিরে ভিজে ভিজে হিম রাত্রির বারতা
বয়ে আনে একঝাঁক বালিহাস।
পাতাকুড়ানি শিশুর চোখে সংশয়
তার চোখ খোঁজে সবুজ পাতা
হাতের শূন্য ঝোলায় একরাশ ক্ষুধা!
এতবড় ধানক্ষেত, ভাগাভাগি হয়ে য়ায়
টিনের থালা পড়ে থাকে খালি,
রং পাল্টায় চোখ, আগুন আগুন
লাগে হেমন্ত—–

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়