ওরা/হূবনাথ পান্ডে



হয়তো প্রকাশ্যে
কখনোই মানবে না ওরা,
অথবা চুপ করে থাকবে ;
কিন্তু সত্যি তো এটাই —
ওদের জন্যেই আমাদের জীবন কাটে
হেলায়, নোংরা আবর্জনায়, বনে-জঙ্গলে।
অসহায় পালিত পশুর মত
আমাদের ঘরের মেয়েদের ওরা
ডেকে নেয় ঝোপেঝাড়ে।
ওদেরই কব্জায় থেকে যায়
আমাদেরই ঘরের বাচ্চা বৌয়েরা।
আমাদের চিৎকৃত কান্নাকে
গলাকাটা পশুর আর্তনাদ ছাড়া
কিছুই ভাবে না ওরা।
মানুষ হিসেবে
তাদের ভাবনার পরিধিরও বাইরে
আমাদের টিকে-থাকা।

গাঁয়ের দক্ষিণ সীমান্তে আমরা সবকিছু হারিয়েছি,
লুট হয়ে গেছে সব —
চারদিক জুড়ে শুধু হতাশার ছায়া।
তাদেরই মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছি আমরা।

তাদের রাশি রাশি বই থেকে ভয় পেয়ে,
তাদেরই হিসেব-খাতায় আটকে গিয়ে,
তাদেরই হেফাজতে পালিত হয়ে,
তাদেরই বানানো নিয়মে ছট্ ফট্ করতে করতে
আছাড়ি-পিছাড়ি মরছি আমরা।
তবুও আমাদের চেষ্টা —
আমাদেরই কোন আচরণে যেন
অসুবিধে না হয় ওদের !

আর, আমাদের এই সমর্পণই ওদের শক্তি,
আমাদের সরলতাই ওদের সামর্থ্য,
ওদের আতঙ্ক আর সমস্ত অপরাধের জন্যে
দায়ী আমাদেরই দীর্ঘ নীরবতা।

যেমনটা আজ ওরা
তেমন হতে দিয়েছি শুধু আমরাই।
আর আমরা রয়ে গেছি আজও সেরকমই।

আমরা ভুলে যাই
মামুলি পঙ্গপালও উজাড় করে দিতে পারে
ফসলের রাশি,
নগণ্য উইও ধ্বসিয়ে দিতে পারে পুরো সাম্রাজ্য,
এই যে দাউদাউ করে জ্বলছে আজ আমাজনের জঙ্গল
একটি মাত্র ফুলকি থেকেই একদিন
জ্বলে উঠেছিল আগুন ;
যে আগুন ঘুমিয়ে আছে নিষ্প্রাণ পাথরে,
শুকনো কাঠে আর ক্ষতবিক্ষত বুকের গভীরে …

আগুন জাগবে যেদিন
সেদিন জেগে উঠবে আমাদের ভাগ্যও।
নইলে
ঘুমন্ত আত্মা আর মৃত পশুর মধ্যে
কী-ই বা তফাৎ!

হিন্দি থেকে অনুবাদ : স্বপন নাগ
ইছা পুর, উত্তর ২৪ পরগনা,পশ্চিম বঙ্গ,ভারত।

মূল কবি পরিচিতি :
~~~~~~~~
১৯৬৫ সালের ১৩ই এপ্রিল ভারতের বেনারস শহরে কবি হূবনাথ পান্ডের জন্ম। আধুনিক হিন্দি কবিতার জগতে এ সময়ের উল্লেখযোগ্য একজন কবি হিসেবে হূবনাথ পান্ডের কবিতা মানেই চর্চার বিষয়।সমসময়, সামাজিক বৈষম্য ,রাজনীতিকদের নীতিহীনতা, জাতপাতে দীর্ণ ভারতীয় সমাজ প্রভৃতি তাঁর কবিতায় বিষয় হয়ে উঠে আসে বারবার। আর সেই সব কবিতার বক্তব্য এতই সরাসরি ও ভণিতাহীন যে মুখে মুখে ঘুরতে থাকে তাঁর কবিতা। ‘কৌয়ে’ ‘লোয়ার পরেল’ ‘মিট্টী” অকাল’ প্রমুখ তাঁর উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ। কবি হূবনাথ বর্তমানে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগের অধ্যাপনায় যুক্ত।

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান

মন্তব্য করুন