কবিতা।। মাহমুদা রিনি

স্বপ্নগুলো জমাট বাঁধে
মেঘের মতো–
মেঘের পরে মেঘ জমে
আরও ভারী হয়!
ফোঁটায় ফোঁটায়
তৈরি হয় শব্দ,
বৃষ্টির মতো
ঝরে পড়ে কবিতা।

কবিতা অদৃশ্য দর্পণ,
মূর্ত অবয়বে–
আত্মার প্রতিচ্ছবি,
হৃদপিণ্ডের রক্তস্রোতে
ভেসে যাওয়া মাস্তুল,
অচেনা বন্দরের
দূর দ্বীপ বাতিঘর।

অনুভূতির অনুবাদ…
প্রাগৈতিহাসিক পেচানো সিঁড়ি
বেয়ে নেমে আসা
জীবাশ্ম হৃদয়ের পাণ্ডুলিপি
থেকে নিঃসৃত
মহাকালের ডায়েরি–
কবিতা….

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়