জাহিদুল যাদুর তিনটি কবিতা

অনুতাপ

চাইলে জোর পায়ে হেঁটে, দৌঁড়ে তোমাকে ছুঁয়ে
দিতে পারতাম!
দশ টাকার বদলে বিশ টাকা রিক্সাওয়ালাকে
গছিয়ে নির্ধারিত সময়ের দুমিনিট পূর্বে বিশুদ্ধ
প্রেমিক সেজে পার্কের বেঞ্চটি আগলে রাখতে পারতাম!
ধোপদোরস্ত পাঞ্জাবি পরে হাসিমুখে তোমাকে
অদ্ভূত বিশ্বাস জাগানিয়া গল্প শোনাতে পারতাম!
… পাপ খণ্ডনের!
চোখের দু’ফোঁটা অশ্রু গড়িয়ে দিয়ে গণ্ডদেশে
পবিত্রতার পুতুল সাজতে পারতাম!
প্রযুক্তির সহায়তায় বোঝাতে পারতাম ভুল, সব
ভুল…তুমি যা শুনেছো, লোকে যা বলছে,
যা যা দেখেছে, অনুমান করেছে… সব মিথ্যে!

আমি দিনের শেষ আলো স্পর্শ করে
খুব গোপনে কেঁদেছি।
অস্ফুট স্বরে স্বীকার করেছি পাপ।
প্রকৃতির কাছে নত হয়ে স্থির বসে থেকেছি!

কোথাও যাইনি…
না তোমার দিকে না মৃত্যুর দিকে।
শপথ করেছি শুধরে যাবার
অবর্ণনীয় কষ্ট উৎরে যাবার।
নিজেকে শাস্তির মুখে ছুঁড়ে ফেলে স্বস্তি খুঁজেছি
আর কায়মনে শুধু তোমার মঙ্গল প্রার্থনা করেছি।

আমি তোমার দিকে হেঁটে দৌঁড়ে হয়ত পৌঁছুতে পারতাম কিন্তু তোমাকে তো আর পেতাম না!
স্থির থেকে স্থবির হয়ে গেছি
আমি…
শূন্য থেকে মহাশূন্যে তোমার দিকেই চেয়ে আছি!

যাদু ১৭.০২.২১/র.১২:৩৫
যশোর

 

সময়

সময়ের সারথী আমরা, সময় পেরোলে
গাছের পাতা ঝরে পড়ে,
ফুল ফোটে-মরে, নিভৃতে ঝরে
পাখি দেশান্তরে যায় উড়ে,
নদী বয়ে যায় সাগরে
সময়ের টানে সবকিছুই
পরিণত হয়ে পরিণতিতে ধায়।

গাঢ় অন্ধকারে
জ্বলন্ত সিগারেটের ধোঁয়া স্বপ্ন ছড়ায়, সেও তো জীবনকে শুষে মৃত্যুকে ডেকে নেয়।
প্রেয়সীর চিবুক, বাঁকা চাহনী, মিষ্টি হাসি
সময়ের সাথে সাথেই আকর্ষণ হারায়।

হাতের কলমে যে লেখা, তাও তো
বালক থেকে যুবক, শেষে বৃদ্ধ হয়।
সময় খুব নির্মম!
পাহাড়ের নিঃসঙ্গ চূড়ায় নির্জন সন্ধ্যায়
খুব কাছের স্বার্থপর আকাশের চাঁদ
প্রেম দেবে বলেছিল…
আজও অসীম দূরত্বে তার জ্যোৎস্না জৌলুস
অথচ রাত গভীর হয় আসক্তি কমতে থাকে সময়ের ঘিঞ্জি মোহনায়!

যাদু ১৫.০২.২১/দু.১২
যশোর

বেখাপ্পা

আমার কোনো লাল গোলাপের স্মৃতি নেই
ভালোবাসা দিবসের আহ্লাদি নেই
মনের মানুষের হাত ধরে ঘুরাঘুরি
তাও তো নেই!

অভিমানের ফুপানো কান্না করিনি
চটপটি ফুসকার বিল দিইনি
আধুনিক প্রেমের পার্ক স্পার্ক বিলাসিতা
তাও ঘটেনি!
রেস্টুরেন্ট সিনেমার চাপ নিইনি
আমার কিছু ঝগড়া ছিলো প্রেম হয়নি

বাদামের কাড়াকাড়ি ছিলো, আছে
চুল টেনে চোখ ভাসানো ছিলো, আছে
মন খারাপের বিকেল ছিলো
চায়ের কাপে ঠুকাঠুকি ছিলো… সেতো আছেই।

বিশেষ কোনো দিবস নেই
বুকের মাঝে পিষে ফেলার আদিখ্যেতা নেই
আমার স্মৃতি সাদাকালো- তার কোনো পাপড়ি নেই।।

যাদু ১৪.০২.২১/র.১:৩০
যশোর

ছবি : গুগল

নাআকা/আজ আগামী২৪

মন্তব্য করুন