ডাক।। বদরুদ্দোজা চৌধুরী

মরণ আমায় ডাক দিয়েছে,,
আর কি আমায় যায় বাঁধা??
দিনে দিনে দিন ফুরালো,,
হলোনা আপন সাধা।।

আপন সাধন হইলো না মন,,
চিনলি না সাঁই নিরঞ্জন।
ও তুই পথের বাঁকে পথ হারালি,,
না কুড়াইলি মানিক রতন।
এখন দিনের শেষে পাগল বেশে
ভাগ্যে যে শুধুই কাঁদা।‌।

সাধন ভজন করলি না মন,,
রইলি ভুলে অচেতন।
ওরে নিজের ভুলে বুঝলি না যে,,
ভবে আসা যাওয়াই চিরন্তন ‌।
ক্ষনিক যাওয়া আসা ভালোবাসা
জীবনের গোলক ধাঁধা।।

মরণ আমায় ডাক দিয়েছে,,
আর কি আমায় যায় বাঁধা??
দিনে দিনে দিন ফুরালো
হলোনা আপন সাধা।।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়