সুতোয় বাঁধা মন।।হামিদা বানু মৌসুমী

আকাশে উড়তে উড়তে ভোকাট্টা হয়েছে প্রেম
রাঙা মেঘ এসে নিয়ে গেছে তারে
এখন সে বৃষ্টি হয়ে ঝরে।
সুতোয় বাঁধা মন
পারে আছে ঘুড়ীর কাছে প্রেমের পিছে
এখন সে বনবাসী
এখন সে পরবাসী।
আমি আজও একা,
ছন্নছাড়া প্রেমহীন এক নগরীতে
খুঁজে চলেছি জোছনার গান,
হারিয়ে যাওয়া কথামালা।
জোছনার আলোয় ভেসে যাওয়া ফসলের মাঠে
আমি আজও দেখতে পাই আমাদের ছায়া।
ব্রহ্মপুত্রের গভীর কালো জলে
আমি আজও দেখতে পাই আমাদের প্রতিবিম্ব।
শরতের কাশ আর শিউলি ফোটা ভোর গুলো
এখনো আমাদেরই কথা বলে।
বসন্ত শেষে শিমুলেরা বাতাসে ভাসতে ভাসতে
এখনো আমাদেরই কথা বলে।
পড়ন্ত বিকেলের সূর্যটা ডুবে যেতে যেতে
এখনো আমাদেরই কথা বলে।
আমার শীতল চোখে এখন শুধুই উল্কাপাত।
বুকের মধ্যে সংগোপনে রেখেছি
ভিসুভিয়াস।
এই নগরীতে আমি ই একমাত্র না-মানুষ
আর সবাই ভীষণ প্রেমিক।
অথচ এক সময় আমি ই ছিলাম একমাত্র প্রেমিক।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়