নবীনের ডাক।। রাজ পথিক

জ্বালরে নবীন বহ্নি শিখা
উন্নত কর শির,
মায়ের ক্রান্তি কান্না দেখে
থাকিস নারে বধির।

জাগলে তোরা উঠবে বেলা
হাসবে সোনালি সকাল,
তমসা নাশে চন্দ্র তরীতে
জ্বালবি নতুন মশাল।

তোরা’ই আনবি সুখের বাতাস
মুছে নিপিড়িতের দুখ,
বিজয় কেতনে ভাসবে আকাশ
হাসবে দুঃখিনীর মুখ।

রুখবি সব পাপাচারীর দল
অপরাধিরে পরাবি শৃঙ্খল,
অন্ধ জনে জ্বালবি আলো ,
মাতৃমুখ করবি উজ্জ্বল।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়