অভিলাষ।।জাহিদুল যাদু

আমি বরং চলেই যাই
এই জনাকীর্ণ বদ্ধ হাওয়াই দম আটকে আসে,
আমি বরং চলেই যাই যেদিকে দুচোখ চায়
যেখানে ন্যূনতম প্রশান্তি ও স্নেহের ছায়া ভাসে।
এখানে অংকের মতো অসমাধানযোগ্য সমস্যা
এখানে বাঁচতে চাওয়ার নাম অসম্ভব বিলাসিতা।

আমি বরং চলেই যাই
কাদা মাটি ছেনা সহজ মানুষের কাছে
যেখানে পান্তা ভাতে সুখতৃপ্তি কাঁচা লঙ্কার সাথে,
যেখানে অভাবে স্বভাব নষ্টের নেই ভয়

আমি বরং চলেই যাই
অবারিত ধুলোমাখা প্রান্তরে
যেখানে বন্ধুর হাতে ছোরা নেই
ঘাসফুল খোঁপায় গুঁজে প্রেয়সী হাসে।
গোধূলিলগ্নে যুবতী যেখানে মায়াবতী
রাতের শীতল পরশে উন্মত্ত ভালোবাসা বাসি।

আমি বরং চলেই যাই
পাহাড়ের বর্ণাঢ্য ঐতিহ্যের মাঝে
মানুষ যেখানে মানুষকে খুব ভালো বোঝে।
এই পিচ ঢালা তপ্ত রাজপথ, সুরম্য প্রাসাদ ছেড়ে
আমি বরং চলেই যাই জনহীন গহীন অরণ্যে
স্বার্থপর পৃথিবীর ছোঁয়া যেখানে নেই।

আমি বরং চলেই যাই নিষ্ঠুর সমাজের বাইরে
বাঁচি আনমনে।।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়