নীলচে চাদর/শামীমা আঁখি


তুমি আমার নীলচে চাদর হবে?
শীত,গ্রীষ্ম, বর্ষা সব ঋতুতেই পাবে।
দিন আসে দিন যায় থাকি যে অপেক্ষায় !
ভোরের আকাশে জেগে দেখি তোমায়,
একি সত্যি নাকি শুধুই কল্পনায়!

তুমি আমার নীলচে চাদর হবে?
কোনো এক বসন্তে বা বৈশাখীর রমরমা আসরে,
বহু মানুষের ভিড়ে, বটতলায় দেখা হবে-
সকলের অগোচরে।
হলদে বা নীল পাঞ্জাবিতে তোমায় বেশ লাগে,
দেখে যেন আশপাশের রমণীরও শিহরণ জাগে;
আমিও নীল বা লাল শাড়ি পরে রব দাঁড়িয়ে।

তুমি আমার নীলচে চাদর হবে?
বহু অপেক্ষার পর এসে বলবে,
কতদিন হয়ে গেল দেখিনি তোমায়!
হৃদয়ের মন্দিরে রেখেছি যতনে তোমারে,
সে কথা কি মনে পড়ে?মনে কি পড়ে না? যখন গোধূলি নামে নীল আকাশের বুকে,
তুমি আমি পাশাপাশি বসে,
কত কথার ভিড় ছিল শুনত শুধু নিস্তব্ধরা এসে।

তুমি আমার নীলচে চাদর হবে?
কোন এক শীতে বলবে ভালোবেসে,
খুলে দিয়ে হৃদয়ের দখিনা দখিনাদ্বার
তুলে দিয়ে হাতে রজনীগন্ধা, নেমে যাবে আঁধার।
মধুমাসের মধু মিলনে নীল চাদরে,
কবির মনে প্রেম আসে –

11/7/2021
ঢাকা -1230

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান