বাসনা।। অলিয়ার রহমান

তোমার সাথে হয়নি দেখা বছর পাঁচ,
আজও তবু জ্বালছে আলো শিমুল গাছ।
আজও সেথায় দুটি পাখি বাঁধছে ঘর,
তোমার মতো হঠাৎ তারা হয়নি পর।
বিবেক দিয়ে বড় হবার অনেক দায়,
আমার মতো সবাই বুঝি দহন সয়?

শুনছি তুমি দেশে নাকি কয়েকদিন?
তুমিতো নও আমার মতো সঙ্গীহীন।
হাজার মানুষ তোমার পাশে সারাক্ষণ,
একবারও কি আমার দিকে ঘুরবে মন?
আমি আজি অচল মানুষ-নিঃস্ব লোক,
করবে দেখা আমার সাথে- এক পলক?

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়