ভ্রান্ত-ধারণা।। শিখা গুহ রায়

তুমি কি জানো এখন আমি
বৃষ্টির কবলে পড়ি না!
বৃষ্টিকে দেখলেই আমার ভয় লাগে
কারণ বৃষ্টি আমার কাছেই আছে।

আছে ঝর্ণা ধারা
ইচ্ছে করেলেই যখন তখন
বের করতে পারি অঝর ধারায়…..।

পারি বৃষ্টিতে ভিজে ঠান্ডা জ্বর ডেকে আনতে
অথচ দেখো এখন আর
বৃষ্টিও আসে না
হয় তো তুমি নেই বলে।

শুনছো হ্যাঁ তোমাকেই বলছি,
একটু সময় হবে তোমার?
শুধু একটা দিন সারাবেলা
না হয় একটা বেলা
হবে কি সময়?

আমি জানি সে সময়
আর কখনোই তোমার হবে না
এটা বুঝেও যে আমি পাগলামি করি।

এতো জল্পনা কল্পনা করি
তা হয় তো ভিত্তিহীন
তুমি তো শুধু কল্পনাতেই থাকো।

বাস্তবে তো সেই কবে চলে গেছো
তারাদের দলে।
না ফেরাদের দলে
এ আমার ভ্রান্ত ধারণা।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়