চল দুপাত্তি খেলাই।। আলমগীর সরকার লিটন

আমি হাত বান্ধিলাম নগর দুলাই
চাঁদ রাখিলাম দীঘলকালো ঝলমল ভালাই-
সূর্যের আলো দেহ কালো- অঙ্গার হলো
মন প্রাণ-চল ফিরি সাদা মেঘে দুপাত্তি খেলাই
এই ভরা অগ্রহায়ণে চল দুপাত্তি খেলাই।

হাত ছুটে না- পাও ছুটে না- দুই বেলা
রঙিন ছবি উঠান জুড়ে আঁকা – তার মাঝে বসত করে উড়ে বেড়ায় ঘাসফড়িং- সোনালি দিনের চিল তবুও হ্যাচকা টানে মৃত্তিকা ঘ্রাণে- চোখের ভাজে মন বান্ধিল-এক চুমটি মেঘলাদিনে- চল ফিরি সাদা মেঘে – দুপাত্তি খেলাই- এক পশলা বৃষ্টির নাওয়াই।

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়