রংয়ের বসুন্ধরা/ মীনা পারভীন

চেয়ে দেখো-
বসুন্ধরা রং রূপের ডালি মেলে
জীবের আসার পথ রয়েছে চেয়ে
নাও বেছে রং নিজের মত করে
রূপসী হও রাঙিয়ে তুলে হে মেয়ে।

না লাগে যদি রং মর্মে তব
তবে এত রূপের কিসের গুমোর?
কেমন দেখবে মনের চোখে জগত?
হবে দেশ কাল রংহীন, এই নগর।

হবে কি লাভ রঙে পেখম মেলে
যদি রঙিন নাইবা মরমে হলে?
রঙিন খোলস, প্রাণ ভোমরা ফিকে,
নেই পরোয়া বসন্ত এসে গেলে।

খেলে বসুন্ধরার রং বদলের খেলা
ছুটি আমরা যুগান্তরের পাকে,
ওই বর্ণচোরা গিরগিটি হয় জয়ী;
খেলবো রং মিলন্তি নিয়ে কাকে?

ঢেলে মরমে আবির রাশি রাশি
ছড়িয়ে ধরা মাঝে দিতে হবে,
রাঙিয়ে মনের রঙে দিলে তবে,
আপন করে বিশ্বটাকে পাবে।

যে রং মনের মাঝে দেবে ফাঁকি,
যাবে থেকে বর্ণান্ধতার জালে,
সে রং চেয়েও থাকবে দৃষ্টি পরে,
হয়ে অদেখার রহস্যময় ধরা তলে।।

সমাপ্ত

তারিখ ২২/৮/২০১৩ ইং