শীৎকার/অয়ন আবদুল্লাহ

আহত বুকের ভেতর ত্রস্ত হরিণীর মতোন তুমি এলে।
জলের প্রবল স্রোতের ভেতর থেকে আমাকে টানলে কূলে।
পর্যাপ্ত তৃষ্ণা দিয়ে আমাকে করে দিলে কামুক ঈশ্বর।
প্রেমপাঠে তুমি আমাকে শিখিয়ে দিয়েছ হৃদয়ের স্বর।
আঘাত এলে আমি আজও রুখে দাঁড়াতে পারি না।
নিঃশ্বাস চেপে ধরে বসে থাকে রাষ্ট্র, ছাড়াতে পারি না।
অজস্র বর্ষায় মহীরুহের মতোন নিঃসঙ্গ ভিজে যাই।
কানের কাছে গান গায় স্মৃতির আযান- শুনে যাই।
নরম রোদের মতোন ছড়িয়ে থাকি পথে পথে, দিনের শরীরে।
ধুলি কণার মতন পায়ে পায়ে উড়ি, মিছিলের ভিড়ে।
ভাঙনের আওয়াজ ওঠে, ভেসে যায় চেনা ঘর, তবু করি না চিৎকার।
কামুক ঈশ্বর আমি, পুণ্যের সমাপ্তি রেখায় লিখে যাই তোমার শীৎকার।

মন্তব্য করুন