সবকিছুই আশীর্বাদ সবকিছুই প্রার্থনা ।। গোবিন্দলাল হালদার

সময় ফেলে দেয়ার পর অন্য মাটিতে হাঁটি
এখানে কঙ্কালের ভেতর আত্মা কথা বলে
এখানে জলের শরীরে জীবন হেঁটে চলে
এখানে বাতাসের কন্ঠস্বর কথা বলে
এখানে ছাযার মুর্তিরা পরস্পর চলে
এখানে সূর্যের লাল বালিশ মাথায় দিয়ে ঘুম যায়
এখানে হাতের মাঠে পারিজাত ফুল গন্ধ বিলায়
এখানে চাঁদের আলোয় রূপ চর্চা হয়
এখানে ছোট চুম্বন দিয়ে দৃষ্টিপাত হয়
এখানে বসন্তকাল কুমারী হলে শুদ্ধ প্রেমিকা হয়
এখানে তৃষ্ণা মেটায় নিঃশ্বাসের সুপ্ত ছলাকলায়
এখানে বিশ্বাস উড়ে বেড়ায় কল্পনার চিত্রমেলায়
এখানে প্রেম হয় অগ্ন্যুৎপাতের স্ফুলিঙ্গ আগুনে
এখানে ক্ষুধা রোগীদের কষ্ট খায় জ্বলন্ত ফাগুনে
এখানে সবকিছুই আশীর্বাদ সবকিছুই প্রার্থনা
এখানে কেউ নেই ; একার খুনসুটি।… ব্যর্থ না।