সামীপ্য সুধা।। শাহনাজ পারভীন

হেমন্তের ম্লান নক্ষত্রের মতো শীঘ্রই ঝরে পড়বে সবাই।

কত মানুষের কত গুঞ্জন
কর্মব্যস্ততার কত আলোড়ন
সন্ধ্যার অন্ধকারের মতো স্তিমিত হয়ে যাবে সব।

ওয়ার্ডসওয়ার্থ, মিল্টন,
ব্রিকলেনের মনিকা আলী, ম্যাক্সিম’র- মা
থাকলেও কি, না থাকলেও বা–
নির্ভেজাল দিনের পৃথিবী —
সোনায় মোড়ানো রাত, সামারার বৈভব–
ঝিরিঝিরি ঝরনার গান
ছলাৎ ছলাৎ তান
বাজে শোনে–খুলে দাও কান!

তবু আকাঙ্ক্ষায় থাকি, আশা বাঁধি রোজ
শুধু জীবিত নয়, যেন জীবন্ত থাকতে পারি
তোমার সামীপ্য সুধা লাভ করতে পারি আজীবন…

কবি নীলকন্ঠ জয়

সকল পোস্ট : নীলকন্ঠ জয়