স্বাধীনতার কথা বলছি/আঞ্জুমান আরা খান



আমি স্বাধীনতার কথা বলছি….
এ কোনো রূপকথার রাজ্যে পাতালপুরীর গল্প নয়!
যে গল্পে বুলেটের আঘাতে ভালোবাসা
মুছে গিয়েছিলো মেহেদির রঙ ধুয়ে যাওয়ার আগে!
হৃদয়কোনে বেজে উঠেছিলো
ভাঙনের সুর সকরুণ রাগে!
মায়ের চোখে নিদারুণ অশ্রুধারা খোকা ফেরেনি বলে!
অপেক্ষার ডালি নিত্য সাজে আজও বাতায়ন খোলে।
পাথরচাপা কষ্টে বাবার বুক ঝাঁজরা হলো বিনাবুলেটে
উন্মত্ত প্রেমিকের প্রতিশ্রুতি বিনা আহ্লাদে
আছড়ে পড়েছিলো, অপেক্ষমান প্রেমিকার হৃদয়পটে!
সেই স্বাধীনতা!
আমি বলছি সেই স্বাধীনতার কথা!

আমার অগণিত ভাইয়ের রক্তে প্লাবিত হলো
পথ ঘাট প্রান্তর,
চিল-শকুনের বুভুক্ষ ভোজশালা জমে উঠল
আমার মা বোনদের বিবস্ত্র দেহের উপর।
অনাগত শিশুকে পিষ্ট করে মায়ের গর্ভে;
অট্টহাসিতে মেতে উঠতো পিচাশেরা বীরদর্পে!
অথচ প্রিয়জন হারিয়ে চিরতরে মলিন হলো
কতশত উচ্ছ্বল হাসি !
সদ্য ফোটা ফুল যেনো অবেলায় বাসি!
আমি বলছি, সেই সব দিন-রাত্রির কথা,
তাজা রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকায় মোড়ানোঅর্জিত সেই স্বাধীনতার কথা!

যে ভূমে জননী তার সব হারালো
সেখানে ঠাঁই হলো না তার!
অশূচি বলে বিমুখ হয়েছিলো অতি আপন
পরিজন-পরিবার!
আড়ষ্ট জননী আমার দেশান্তরী হলো
পূনর্বাসনের নামে!
সেই জননীরে আমি চিঠি লিখি নাই আর
কোনদিন কোনো খামে!
অপেক্ষায় থেকে থেকে হয়তো চক্ষু মুদেছে
কিংবা বেঁচে আছে এক নদী অভিমানী তন্দ্রায়!
কিন্তু আমি! আমি জানি না! আমি কি সেই
অর্জিত ধনের রক্ষক! নাকি ভক্ষক!
আমার বিকলাঙ্গ বিবেক মূল ফটকে
কুলুপ এঁটে নিথর ঘুমায়…
ভানকরা এক স্বপ্নীল সুখে ভেসে.. ভেসে..
স্বাধীনতার কথা আওড়ায়…।

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান