স্বাধীনতা/খন্দকার মাকসুদা শাহীন

স্বাধীনতা, তুমি দেখতে কেমন!
লাল- নীল- সবুজ কিংবা বয়ে চলা
স্বচ্ছ জলের মতন?

তোমার কি ডানা আছে!
আছে ওড়ে চলার স্বাধীনতা?
দীপ্ত কন্ঠে বাজে কি তোমার বাণী!
বলে কি মানবতার কথা?

বাক স্বাধীনতায় তুমি কি গর্জে উঠো
বীর বাঙালীর মত?
তোমাকে পাওয়ার জন্য যারা
প্রাণ দিলো শত শত!

স্বাধীনতা, তোমার কি রূপ- রস- গন্ধ
বলে কিছু আছে!
আছে উদ্দীপনা জাগানোর ভাষা?
নাকি তুমি বোবা- কালা- অক্ষম
নতজানু বৃদ্ধের হতাশা?

তবু তোমার অর্ধশত জন্মবার্ষিকীতে
জানাই শুভেচ্ছা,
যদিও আমার আজন্ম প্রয়াস
তোমাকে দেখার ইচ্ছা!

কবি আঞ্জুমান আরা খান

সকল পোস্ট : আঞ্জুমান আরা খান

মন্তব্য করুন