১৪ই ডিসেম্বর শোকের দিন/শীলা প্রামাণিক

সেদিন ছিল একাত্তরের ১৪ই ডিসেম্বর
জাতিকে মেধাশূন্য করার চক্রান্তে নেমেছিল
পাকিস্তানি হানাদার বর্বর।

ভেবেছিল শত্রু সেনা
ওদের মারলে ভেঙে যাবে
বীর বাঙালির শক্ত কঠিন মনের ডানা।

অকাতরে মারল জনে জনে শিক্ষক, কবি, সাহিত্যেক,
সংস্কৃতি কর্মী বুদ্ধিজীবী বেছে বেছে
মাতৃভূমির জন্য ওরা অমূল্য ওদের জীবন দিয়ে গেছে।

কেড়ে নিলো দলে দলে প্রকৌশলী দার্শনিক শিক্ষাবিদ ডাক্তার
রায়ের বাজার বধ্যভূমি মিরপুর জুড়ে লাশের হাহাকার।

পারেনিকো রোধ করতে বাঙালির কঠিন মনোবল
লেজ গুটিয়ে পালিয়ে গেছে পাক সেনাদের দল।

পরাজয় নিশ্চিত জেনে ওরা কৌশলে খুন করে,
অনেক প্রাণের বিনিময়ে বিজয় এলো বাঙালিদের ঘরে।

সোনার বাংলা গড়তে আমরা হই সবাই সচেতন
বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি
শহিদ বুদ্ধিজীবীদের আত্মদান।

বাঙালি জাতি কোনোদিনও ভুলবে না এই শোক
জাতির শ্রেষ্ঠ সন্তান শহিদ বুদ্ধিজীবী দিবস অমর হোক।