তুমি চাঁদ দেখাও নক্ষত্র দেখাও
গোধূলি বেলার আলো দেখাও
আমি তোমায় দেখি !!
মেঘে ঢাকা তারা দেখাও
বৃষ্টির ছন্দ দেখাও,
আঁধারে ডুবে যাওয়া সুর্যের লালিমা মাখাও
আমি তোমায় মাখি
তোমার ঠঁটে বুকে পেটে
তুমি আমায় পুড়িয়ে দাও
আগুনে আগুনে ভষ্ম করে দাও
অঙ্গার হয়ে আমি তোমায় জ্বালাই
কি লাভ বলো এই বিশ্বব্রমান্ড দেখে
যেখানে অনাবিষ্কৃত মহাকাশ হাতছানি দিয়ে আমায় ডাকে
খুঁজে নেয়ার ভীষণ কামনায়
সেখানে এই নক্ষত্র মণ্ডিত দুগ্ধ সাগরে কিবা আছে
অসংখ্য ধুল আর খণ্ডিত প্রস্তরের অপ্রয়োজনীয় গতিবেগ
কিংবা দূর কোন নক্ষত্রের অন্তর্দাহন !
এর কিছুই আমাকে টানে না যতখানি টানে তোমার মসৃণ গ্রীবা
গভীর নাভিমুল থেকে ছুড়ে দেয়া অদৃশ্য ফাঁশ
আমাকে টেনে নেয় গভীরে ! আরো গভীরে !
আমি তোমার অদেখা মহাকাশ
আবিষ্কারের নেশায় পরিভ্রমিত মহাকাশচারী হতে চাই।
আমি তোমার ব্ল্যাকহোলে ডুব দিয়ে তলিয়ে যেতে চাই
লক্ষ আলোর আলকবর্তিকা হয়ে ।
আমি আর চাঁদ দেখতে চাই না
আমার চন্দ্রাভিজানে একক চাঁদের অস্তিত্ব নেই !!!