তোমার মনের স্বচ্ছ আয়নায় এক পলকে তোমাকে পড়ে ফেলতে চাই আমি,
আমার মতো করে বিশ্বাসের আঙিনায়।
চেনারূপে তোমাকে ছুঁতে চাই আমি
সবটুকু অনুভবে মিলেমিশে একাকার হয়ে,
উষ্ণতা দিয়ে ভালবেসে আর পরম মমতায়।
নদী যেমন তীব্রবেগে ছুটে চলে সমূদ্রপানে মিলনের আকাঙ্ক্ষায় ,
তোমাতে আমি বিলীন হতে চাই তোমার নির্লোভ ভালবাসায়।
আমার নিঃশ্বাস যাবে বাতাসের বুকে মিশে চিরতরে তবুও বিশ্বাসটুকু অটুট থাকুক সরল সুন্দর চটুল ভালোলাগায়।
তুমি নও অতিথি পাখি!
শীত ফুরালেই চলে যাবে সাইবেরিয়ায় বা অন্য কোথাও!
কখনো হয়তো দেখা হবে না আর এমন দূর অজানায়।
এমনটি তুমি কখনোই নও,
আমি বিশ্বাস করি তুমি ভালোবাসো আমায়।
তুমি চিরচেনা দোয়েল আমার!
সবুজ ধানের ক্ষেতের আবছায়ায় অথবা বাড়ির পাশের চেনা গাছে শিষ দিয়ে যাও চেনা নামে অসম অসময়।
তোমার আরশিতে মুখ দেখি আমি পাহাড়ের কোল বেয়ে বয়ে যাওয়া স্ফটিকের মতো স্বচ্ছ ঝর্ণাধারায়।
তুমি আমার বিশ্বজগতের হাজারো তারার মাঝে একটি শুকতারা হয়ে জ্বলজ্বল করে জ্বলে আছো হৃদয়ের আঙিনায়।
আমি ভালোবাসি তোমায়।