আসছে বিজয় আমার ঘরে
সেই আনন্দে আকাশ কাঁদছে-
মেঘের জলে! শোধ হবে না জানি?
হাজার রক্তের ঋণ! তবু চলছে এভাবে;
ওরা বোঝে না প্রশ্ন থাকে হায়! হায়!
নিশ্চিত আজও রক্তরা সব কথা কয়-
বোবা কান্নায় কালো মেঘ ভারি হয়!
রক্তের চাওয়া পাওয়া শেষ হাসি রয়?
অথচ অম্লান হয়ে যায়-তবুও বিজয়ের
খুশিতে মুছে ফেলি কষ্ট যত ভাই;
বিজয়ের আনন্দ আসছে আমার ঘরে।