ইচ্ছে করে দাদুর মতো
ফোঁকলা দাঁতে হাসি
ইচ্ছে করে চাঁদের মতো
আকাশ গাঙে ভাসি।
ইচ্ছে করে বাবার মতো
গুরু-গম্ভীর স্বরে
বলতে কথা ‘হ্যারে খোকা
কী করছিস ওরে।’
ইচ্ছে করে মায়ের মতো
মিষ্টি করে হাসি
ইচ্ছে করে মধুর সুরে
বাজাই বাঁশের বাঁশি।
ইচ্ছে আমার দিনে দিনে
মেলছে শুধুই ডানা
ইচ্ছে যদি সত্যি হতো
কেউ না করতো মান!