মাঝে মাঝে নির্মল আকাশের দিকে চেয়ে ভাবি এখানেও প্রতিনিয়ত উড়ে বেড়ায় কত ভুল!
তারাদের মত ওরাও খসে পড়ে ধীরে,
অতঃপর —
হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে,
অজানা শংকায় দুরুদুরু ভয়ে হাত বাড়াই!
সে হোক আমার সকাল বেলার একমুঠো মিষ্টি রোদ কিংবা
চৈত্রের ভর দুপুরের পৈশাচিক হাওয়া।
প্রাপ্তির ঘরে কিছু যোগ হোক বা না হোক
তবুও অন্য কিছু পাওয়া।
আমার দূরন্ত অবসরে
যদি কখনো মিলে যায়
দখিনদুয়ারী একমুঠো উষ্ণ অভ্যর্থনা,
তাতে খুশি হতে পারি না!
নির্ভীক বীরের মত তাকে
পেছন দুয়ারে তাড়াই।
চৈত্রের খরা শেষে যদি আবার
শ্রাবণের প্লাবন ধ্বনি শুনি;
আধমরা স্মৃতিগুলো যদি ফুলে ফেঁপে ওঠে!
সেদিনই খুঁজে নেবো আবার
একটি কাকভেজা মৌনসন্ধ্যা।