অকুলে কুল দেখা মধ্য সাগরে
ঝঞ্জাবিক্ষুব্ধ দুঃখের সমুদ্রে
রাজহংসের মতো সন্তরণ করি আনন্দে প্রতিদিন!
ভেতরের মিশকালো অন্ধকার চাপা দিয়ে
বাইরের ঝকঝকে রোদে ঝলমল করে হাসি নিত্য তার
দুখের পাহাড় মাথায় নিয়ে হাঁটি, চলি, ঘোরাফেরা করি
কর্মে নিযুক্ত হই আয়েশে আবার।
এক বুক আশা নিয়ে বেঁচে থাকি হতাশার রাজত্বে
বারবার ফিনিক্স পাখির মতো উড়ে যাই বহ্নি শিখায়
জলন্ত আগুনের বাগানে সুগন্ধি ফুল এক–
খুলি আঁখি ডোর
আমি কবি আমাতে বিলীন হই সহজে।