ও চড়াই বল্ কেমনতরো
জীবন তোর
একলা ঘুরিস সঙ্গি ছাড়া
একলা পুড়িস ধোপের পোড়া
ভিতর বাড়ি হচ্ছেটা কী
একলা ভাঙিস, ভাঙাচুরা
কেমন স্বপ্ন টুকিটাকি
ঘরের দেয়াল দেয় পাহারা
জীবন থেকে স্বপ্ন বড়
ভুবনডোর।
নদীর থেকে ডুব দিয়ে আয়
এই বেলা
দেখবি সুখের অমৃত রস,
সুধা ভাণ্ড, প্রাণ মদিরা
মন -ভোমরা পান করে নে
জীবনভূমি হোকনা সরস
ফুল-ফসলে হাসুক ধরা
ঊষর মরুর বুক ভরে দে
মৃত্তিদুগ্ধ বৃত্তাবদ্ধ
এই খেলা।
(জয়নুল উদ্যান,ময়মনসিংহ