ইদানিং আমার কথাগুলো
ভেসে যাচ্ছে ঐ দূর অজানায় ,
যেন কথামালা গুলো গুচ্ছ-গুচ্ছ
মেঘ হয়ে মিলিয়ে যাচ্ছে বাতাসে।
কথামালাগুলো অজানা বাতাসে
ভেসে ভেসে চলছে তো চলছেই ,
যেন কোন শব্দতরঙ্গ , তাদের
অজানা রাজ্যে নিয়ে যাচ্ছে ।।
যখন তারা ফিরে আসবে এই
বিপুলা পৃথিবীতে, পৃথিবী কি
পারবে, আমার সব কথার
উত্তর দিতে, পৃথিবী বলো
আমি কে ? কোথায় ছিলাম
শব্দতরঙ্গ আমার কথামালাগুলো…??