তুমি চাওনি বলে পৃথিবী নিশ্চুপ;
একা দাঁড়িয়ে –
আজ এতোটা এলোমেলো!
তুমি ডাকোনি বলে প্রভাত ফেরি
কাছে না এসেই কোথায় হারিয়ে গেলো?
তুমি কথা দাওনি বলে ঝরা বকুল
শুকিয়ে গেলো –
নেইনিতো আচঁলে তুলে।
তুমি কথা রাখোনি বলে রাতের সরোজ
একেলা জেগেছে মায়াবী জোছনা ভুলে
তুমি দেখাওনি বলে রূপালী স্বপ্ন
দূরে গেলো –
সোনালি ছায়া ফেলে।
তুমি দেখোনি বলে পরিযায়ী মেঘ
ভেজায়নি চোখ রেখে বৃষ্টি -ধোয়া জলে
তুমি ভালোবাসোনি বলে সাজেনি আকাশ
ওড়ায়নি কোন নীল।
তোমার না চাওয়া-
সবটুকু নিয়েছি মেনে
দূরে, শূন্যে ওড়ো তুমি – রোদেলা গাঙচিল।।