এখন আর মুখোশ দেখিনা-
মুখোশের আড়ালে আকাশ দেখি!
দেখি নদীর জলে তরঙ্গের খেলা ;
পাওয়া,না পাওয়ার গল্প লেখা!
এখন আর মুখোশ দেখি না-
উঁকি দেয়া কতোক স্বপ্ন দেখি।
বেড়িয়ে আসে ধোয়াটে দীর্ঘশ্বাস-
লুকিয়ে রাখা কষ্ট ভাসে স্পষ্ট!
এখন আর মুখোশ দেখি না-
মুখোশধারীর অচেনা দুঃখকে ছুঁই।
শেফালী ভোরে বিন্দু জল হই;
আর্দ্র হই , কতোখানি মমতায় !
চোখের তারা গহীনে মায়া আঁকে !
উপরের খোলশ মূল্যহীন –
খসে পড়া ছায়া দীঘল যেন রজনী
লুকিয়ে কি ছিল গোপন আয়নায়!
এখন আর মুখোশ দেখি না
গোধূলির আলোয় –
ঝরে পড়া আত্মার প্রতিবিম্ব দেখি শুধু!