ভালবাসি আজও তোরে বলতে পারিনি নিজের মত করে।
কোনো এক কাক ডাকা ভোরে , গিয়েছিলাম শিউলি তলে,
ফুল কুড়িয়ে মালা গাঁথবো বলে।
তুই হঠাৎই আমার হাত ধরে বলেছিলি, জানিস?ভালোবাসি তোরে।
তুই নত মুখে বলেছিলি আমি ছাড়া
তোর ভালো লাগেনা কিছুই ।
তোর বুকের ভিতর কেমন জানি একা একা লাগে ।
তোর ভুবনে আমিই নাকি ভুবনেশ্বরী,তোর সবকিছু!
আমিও তোর সঙ্গী ছিলাম খেলার সর্বক্ষনের।
আমারো তুই ছাড়া খেলায় মন বসতো না কখনো।
তুই ছিলি একমাত্র বন্ধু আমার মনের!
একে কি ভালোবাসা বলে ?না প্রেম বলে ?
বুঝিনি তখনো।
তবুও সব ভয় উপেক্ষা করে সেদিন তোর হাত ধরে
বলতে পারিনি ,আমিও তোকে—!
মনের গোপন কথাটি আজও বলিনি যারে।